সমাজের আলো: একযোগে দেশের ৬০টি পৌরসভায় আজ শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সাভার পৌরসভার নির্বাচনী ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে গভীর হতাশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। আজ শনিবার সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হতাশা ব্যক্ত করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, ‘একটি মাত্র কেন্দ্র ছাড়া কোথাও ধানের শীষ প্রতীকের কোনো এজেন্ট আমি দেখতে পাইনি। একটি মাত্র দলের ছাড়া আর কারও পোস্টারও আমি দেখিনি।’ তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং সেটি হলে নির্বাচনের কমিশনের জন্যে স্বস্তির বিষয় হতো।’ ইসি মাহবুব বলেন, ‘সরকার ও বিরোধীদল সকলের যদি পোলিং এজেন্ট ও পোস্টার দেখতাম তাহলে আমি আশাবাদী হতাম। ভোটারের উপস্থিতি আমার কাছে আশাবাঞ্জক নয়। যদি দেখতাম নির্বাচনে ভোট বেশি দেওয়া হচ্ছে- তাহলে খুব খুশি হতাম।’ দেশে বিভিন্ন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচনী সহিংসতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সহিংসতা আমাকে খুব কষ্ট দেয়।’




Leave a Reply

Your email address will not be published.