সমাজের আলো : সিরাজগঞ্জের শাহজাদপুরে শামীম হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চারটি বিয়ে করে স্ত্রীদের থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। নানা কৌশলে চাপের মুখে রেখে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীকে রেখে বর্তমানে চতুর্থ স্ত্রীর সাথে সংসার করছেন তিনি। বাকি তিন স্ত্রীর সাথে সম্পর্ক না রাখায় বিক্ষুব্ধ হয়ে তারা একযোগে বাংলাদেশ পুলিশ প্রধান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। প্রতারণার স্বীকার তিন স্ত্রীকেই আইনি সহায়তা দেয়ার আশ্বাস নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পিপির।সিরাজগঞ্জরে শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামের সাথী খাতুন বিথীর সাথে আলোকদিয়ার গ্রামের শামীম হোসেনের ২০১৬ সালে পারিবারিকভাবে নগদ ৮ লক্ষ টাকা যৌতুক ও আসবাবপত্র প্রদানের মধ্যে দিয়ে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতেই অবস্থান করতে থাকেন বিথী। বিয়ের চার মাস পর বিথী গর্ভধারণ করলে পার্শ্ববর্তী শাকতোলা গ্রামে বাবার ভাড়া বাসায় অবস্থান করতে থাকেন বিথী। এর মধ্যে এক কন্যা সন্তানের জন্ম হলে কনস্টেবল শামীম বিথীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন।

বেশ কিছুদিন পর বিথী জানতে পারেন তার স্বামী ঢাকা উত্তরার হাসিনা আক্তার হাসি খাতুনকে বিয়ে করেছেন। তার নিকট থেকে তিন দফায় পদোন্নতির কথা বলে ২৪ লাখ টাকা নেন শামীম। খবর পেয়ে সেখানে ছুটে গেলে বিথী ও তার মাকে ব্যাপক মারপিট করে তাড়িয়ে দেন শামীম।এ ঘটনার দুই বছর পর শামীম নাটোরের বাগাতিপাড়া উপজেলার ক্যামিলি আক্তারকে বিয়ে করে তাকে নিয়ে সংসার করতে থাকেন। তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেন এই কনস্টেবল।এক পর্যায়ে প্রথম স্ত্রী বিথিকে ডিভোর্স দেনে শামীম। এ নিয়ে আদালতের শরণাপন্ন হলে পুনরায় বিথীকে স্ত্রী হিসেবে গ্রহণ করে সংসার করতে থাকেন তিনি। এরপর শামীম পাবনা পুলিশ লাইনে বদলি হয়ে ঢাকার এক নারীকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করে তাকে নিয়েই সংসার শুরু করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *