সমাজের আলো : এক কেকের দাম ৬৩০ কোটি টাকা! জন্মদিনের পার্টি, বিয়ের অনুষ্ঠানসহ প্রতিটি আয়োজনেই থাকে কেকের উপস্থিতি। সুন্দর নকশার মাধ্যমে এই কেক ডিজাইন করে সবার কাছে আকর্ষণীয় করে কেক কারিগর। এবার সেই কেক বানিয়ে বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরেছেন ব্রিটিশ নাগরিক ডেবি উইংহ্যাম। বিশ্বের সবচেয়ে দামি কেকের তালিকায় একাধিকবার নাম এসেছে বিখ্যাত ব্রিটিশ কেক নকশাকার ডেবি উইংহ্যাম। ৩৯ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক কেকের নকশা করে বিশ্ব দরবারে তাক লাগিয়েছেন। তার নকশা করা একটি কেকের দাম হয়েছিল ৭ কোটি ৫০ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৩০ কোটি টাকা। এই কেকটির নামকরণ করা হয়েছিল ‘রানওয়ে কেক’। আর বলা হচ্ছে এটি ছিল সবচেয়ে দামি কেক। সবচেয়ে দামি এই কেকটা দেখতেও বেশ অন্যরকম। বিয়ের পোশাক পরা এক আরব্য কনে। নাম আরবিতে ‘লুলওয়া’, অর্থাৎ মুক্তা। লুলওয়া লম্বায় ৬ ফুট আর ওজন ১২০ কেজি। কেক-বউকে সাজানোর জন্য নিপুণ হাতে এক হাজার মুক্তা আর দুই হাজার ক্ষুদ্রাকৃতির সাদা ফুল তৈরি করেছিলেন ডেবি। এই আরব্য কনেকে সাজাতে সত্যিকারের পাঁচটি দুই ক্যারেটের স্বচ্ছ হিরাও ব্যবহার করেছিলেন তিনি। যার একেকটির বাজার দাম ২০০ ডলার। ডেবি এই কেকটি তৈরি করতে মোট ১ হাজার ডিম, ২৫ কেজি চকলেট ও অন্যান্য উপাদান ব্যবহার করেছিল। আর এই কেকটি তৈরি করে সাজাতেই লেগেছিল পুরো ১০ দিন।




Leave a Reply

Your email address will not be published.