সমাজের আলো : বঙ্গবন্ধু সেতুতে এক দিনে সর্বোচ্চ পরিমাণ টোল আদায়ের রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় এই সেতুতে ৩ কোটি ৩৪ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। এর আগে গত ঈদুল ফিতরের সময় এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। আজ শুক্রবার বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

