সমাজের আলো : অনুমতি ছাড়া ভিন দেশের পতাকা টানানো বাংলাদেশের আইন পরিপন্থী। যার জন্য সর্বোচ্চ এক বছরের সাজা হতে পারে বলে পতাকা বিধানে উল্লেখ রয়েছে।অনুমতি ছাড়া ভিন দেশের পতাকা টানানো বাংলাদেশের আইন পরিপন্থী। যার জন্য সর্বোচ্চ এক বছরের সাজা হতে পারে বলে পতাকা বিধানে উল্লেখ রয়েছে।সেক্ষেত্রে মামলা করলে পাকিস্তান এ শাস্তি পেতে পারে বলে জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।

এদিকে, টানা দ্বিতীয়দিনের মতো মঙ্গলবার (১৬ নভেম্বর) পাকিস্তানের পতাকা টানিয়ে খেলার পরও বিসিবির নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক ক্রিকেটার জিএস হাসান তামিম।সময়টা ১৯৮০ সাল। বাংলাদেশে দুইদিনের ম্যাচ খেলতে আসেন ইমরান খান, জাভেদ মিয়ানদাদ, আবদুল কাদিরদের সমন্বয়ে গড়া তখনকার বিশ্বের অন্যতম সেরা দল। চট্টগ্রাম বিমানবন্দরে নেমে সালামের বিপরীতে উত্তর দেন ‘নমস্তে’ পাকিস্তানের এক ক্রিকেটার। খবরের কাগজে তা প্রকাশের পর ফুঁসে ওঠে সারাদেশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *