সমাজের আলো : বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের আমতলা দক্ষিণ-পূর্ব পাড়া জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। মুসল্লিরা জানান, সকাল ১০টার সময় দেখতে পায় মসজিদের দান বাক্সের তালা ভাঙা। দান বাক্সের ভেতরে বিশ টাকার একটা নোট ছিল। যে বা যারা এই জঘন্য কাজ করেছে সেটা অত্যন্ত দুঃখজনক। দান বাক্সের তদারকির দায়িত্বে থাকা বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম মুন্সী বলেন, বিগত কয়েক বছর ধরে রাস্তার পাশে মসজিদের দান বাক্স রাখা আছে। প্রতি মাসে একবার বা দুই বার দান বাক্স খুলে টাকা বের করে নেওয়া হয়। প্রতিবার সাতশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত দান বাক্স থেকে পাওয়া যায়। কিন্তু আজ হঠাৎ দেখি মসজিদের দান বাক্সের তালা ভাঙা। ভেতরে বিশ টাকা একটা নোট ছিল। এই ঘটনা আমাদের সমাজের জন্য খুবই কলঙ্কজনক। মসজিদের ইমাম ও খতিব মোঃ রুহুল আমিন বলেন, চুরি করা অপরাধ। কিন্তু যারা এই জঘন্য কাজ করেছে তারা এমন একটি অপরাধ করেছে সেটি খুবই লজ্জাজনক। যারা মসজিদের টাকা চুরি করতে পারে তারা কখনো মানুষ হতে পারে না। মহান আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করি যারা এই জঘন্য কাজ করেছে তাদেরকে যেন হেদায়েত দান করেন।




Leave a Reply

Your email address will not be published.