সমাজের আলো: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে। ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৮ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এপিবিএনের ৮ সদস্যের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। আরও তিনজনের করোনা উপসর্গ রয়েছে। তারা বর্তমানে হাসপাতালে রয়েছেন। তিনি জানান, এর আগে ২৭ এপ্রিল এপিবিএনের তিন সদস্য আক্রান্ত হন। সে সময় ট্রাইব্যুনালের ভেতরে থাকা দুটি পুলিশ ব্যারাকের মধ্যে একটি লকডাউন করা হয়। বর্তমানে ট্রাইব্যুনাল ঝুঁকিপূর্ণ। কেউ সেখানে প্রবেশ করতে পারছে না। জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন চেয়ারম্যান (বিচারপতি), দু’জন সদস্য (বিচারপতি), রেজিস্টার অফিস, এজলাস কক্ষ, হাজতখানা, অস্ত্রাগার, দুটি গেট, প্রসিকিউশন কার্যালয়সহ সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশের তিন সংস্থা। এরমধ্যে ডিএমপি পুলিশের ১২, এসবির ৪১ ও এপিবিএনের ৭০ সদস্য বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করেন।
