সমাজের আলো: নড়াইলের কালিয়া উপজেলা পেড়লী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) এসএম রেজাউল করিমের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার এসএম রেজাউল করিমের বিরুদ্ধে নড়াইলের পুলিশ সুপারের (এসপি) লিখিত অভিযোগ পেশ করেছেন দুই মুক্তিযোদ্ধা মো. কামরুল ইসলামে ও মো. আলাউদ্দিন জোয়ার্দ্দার। লিখিত অভিযোগে জানা গেছে, গত ১০ জানুয়ারি সকালে কালিয়া উপজেলার পেড়লী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল ইসলামের কাছারী ঘরে মো. কামরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন জোয়ার্দ্দারসহ পাঁচ-ছয়জন লোক বসে মুক্তিযোদ্ধাদের পুনরায় যাচাই-বাছাই বিষয়ে আলোচনা করছিলেন। এসময় পেড়লী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম রেজাউল করিম সেখানে উপস্থিত হন। একপর্যায়ে সেখানে বসে থাকা নজরুল ইসলামের গলায় পেঁচানো নৌকা ও জাতির পিতার ছবি সম্বলিত একটি মাফলার দেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধনমন্ত্রী শেখ হাসিনা এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন। এর প্রতিবাদ করলে এসআই রেজাউল করিম আরও ক্ষিপ্ত হয়ে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে অসম্মানজনক ভাষায় কথা বলেন এবং গালিগালাজ করেন।




Leave a Reply

Your email address will not be published.