সমাজের আলো। ।উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হয় জুভেন্টাস ও ডায়মানো কিয়েভ। ম্যাচটি ছিল ঐতিহাসিক। কেননা, এই ম্যাচে প্রথম কোনও নারী রেফারি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করলেন। ওই রেফারির নাম স্টেফানি ফ্রাপ্পার্ট। এছাড়াও একটি ঐতিহাসিক ঘটনা ঘটে এই ম্যাচে। সেটি হচ্ছে- এই ম্যাচে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের ৭৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। এমন মাইলফলক ছোঁয়ার রাতে জুভেন্টাসও পেয়েছে সহজ জয়। তারা ৩-০ গোলে হারিয়েছে ডায়নামো কিয়েভকে। ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। এ সময় গোল করেন ফেদেরিকো সিয়েসা। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে তার প্রথম গোল। এরপর ৫৭ মিনিটে আলভারো মোরাতা ও ৬৬ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেন।




Leave a Reply

Your email address will not be published.