সমাজের আলো : মো. আবু জায়েদ নামে ওই কনস্টেবলের অবসরে যাওয়ার দিনটি স্ম’রণীয় করে রাখতে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পাশাপাশি ওসির গাড়িতে করে তাকে পৌঁছে দেয়া হয় নিজের বাড়িতে। এ সময় গাড়িটি রঙ-বেরঙয়ের বেলুন ও ফুল দিয়ে সাজানো হয় এবং আবু জায়েদকে ওসির আসনে বসানো হয়। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে থা’নার সকল সদস্যদের নিয়ে জায়েদের বিদায় উপলক্ষ্যে আনুষ্ঠানের আয়োজন করেন ওসি মো. ফিরোজ করিব। তার হাতে তুলে দেয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী। শুক্রবার দুপুরে বাড়ি ফেরার সময় কনস্টেবলের সম্মানে ওসির ব্যবহৃত সরকারি গাড়ি রঙ-বেরঙয়ের বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়। এরপর আনন্দঘন পরিবেশে বিদায় সম্বর্ধনা শেষে সেই গাড়িতে ওসির আসনে বসিয়ে জায়েদকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.