সমাজের আলো। ।টেকনাফে যেন চলতো ওসি প্রদীপের একক রাজত্ব। তার সহিংসতার শিকার সিএনজি চালক আব্দুল জলিল। পরিবারের অভিযোগ, সাত মাস টেকনাফ থানার অন্ধ কুঠুরিতে রেখে শেষ পর্যন্ত মেরে ফেলা হয় আব্দুল জলিলকে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার ঘটনার পর এমন একের পর এক লোমহর্ষক অভিযোগ নিয়ে ভুক্তভোগীরা সামনে আসছেন আদালতের। ৩ ডিসেম্বর ২০১৯ । কক্সবাজার থেকে গোয়েন্দা পুলিশ আটক করে সিএনজি চালক আব্দুল জলিলকে। ডিবি পুলিশ সোপর্দ করে টেকনাফ থানায়। স্বামী নিখোঁজের ঘটনার অভিযোগ জানাতে ছেনোয়ারা বেগম থানায় যান কয়েক দফা। কিন্তু জলিলের বাড়ি গিয়ে ১০ লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপ, দেখানো হয় ভয়ভীতি। ৫ লাখ টাকাও দেন ছেনোয়ারা। তারপরও স্বামী থানায় বন্দি। হাজতিদের কাছে ছেনোয়ারার কাছে কয়েকদফা বন্দি থাকার কথা জানিয়ে খবর পাঠান জলিল। বিষয়টি নিয়ে ছেনোয়ারা যান এসপির কাছে। ফল আসেনি কোনো।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *