সমাজের আলো : টানা দুইবার ওয়ার্কার্স পার্টিকে মনোনয়ন দেওয়ায় তালা কলারোয়া বাসি কাঙ্কিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সাথে সাথে দলও ক্ষতিগ্রস্থ হয়েছে। বিগত নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দেয়া হয়েছিল কিন্তুপরবর্তীতে জোঠের স্বার্থে আসনটি শরীকদল ওয়ার্কার্স পার্টিকে ছাড় দেওয়া হয়। আগামী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দেবো ইনশাল্লাহ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি তালা কলারোয়ায় শতাধিক উঠান বৈঠক করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় পাটকেলঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কাল সাতক্ষীরা -১ আসনের মনোনয়ন প্রত্যাশীও তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম কথা গুলো বলেন। তিনি আরো বলেন, দল সংগঠিত আছে, আমাকে মনোনয়ন দিলে দলীয় কোন্দল থাকবে না। তিনি নির্বাচিত হতে পারলে পাটকেলঘাটাকে উপজেলা করার চেষ্টা করা হবে। সাথে সাথে সকলকে সাথে নিয়ে তালা কলারোয়ার উন্নয়ন সাধন করা হবে। এসময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ জহুরুল হক, উপজেলা আ”লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সামাদ, সংগঠনিিক সম্পাদক শাহ আলম টিটু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, স্বেচ্ছাসেবক লীগের আহবায় আহবায়ক বিশ্বাস আনোয়ার হোসেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন , মিনহাজ মুনমুন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *