তালা প্রতিনিধি : বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তাবায়িত ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরুপন সভা মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে সাতক্ষীরা পৌর সভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভীর সহায়তায়, উত্তরণ কর্তৃক বাস্তবায়িত  প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী। উত্তরণের প্রজেক্ট অফিসার (টি এন্ড এ) শেখ রুসায়েদ উল্লাহ’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পৌরসভার পুরুষ কাউন্সিলরগণ, নারী কাউন্সিলরগণ, সহকারী প্রকৌশলী, সচিব, ওয়াশ বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন কমিটির সদস্য, সাংবাদিক ও প্রাকটিক্যাল একশন প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।




Leave a Reply

Your email address will not be published.