সমাজের আলো: ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সম্পত্তির ভাগাভাগি নিয়ে লড়াই শুরু হতে চলেছে। কোমর বেঁধে নেমে পড়েছেন আইনজীবীরা। আদালতে দাবি উঠেছে, প্রমাণ সংগ্রহের জন্য দরকার হলে ম্যারাডোনার কবর খোঁড়া হোক। মনে করা হচ্ছে প্রয়াত ম্যারাডোনার সম্পত্তির পরিমাণ ১ থেকে ৪ কোটি ডলার। আর এই বিপুল সম্পত্তির নতুন মালিক কে হবেন, তার দাবিদার শুধু ম্যারাডোনার ছেলে-মেয়েরা বা সাবেক স্ত্রী-বান্ধবীরা রয়েছেন, তা নয়। লড়াইয়ে নামতে চলেছেন সাংবাদিক, চিত্রগ্রাহকরাও। সমস্যা আরও বেড়েছে ম্যারাডোনা কোনো উইল করে না যাওয়ায়। আর্জেন্টিনার আইন অনুযায়ী, একজন তার উইলে সম্পত্তির এক তৃতীয়াংশ স্ত্রী-সন্তান ছাড়া বাকিদের মধ্যে ইচ্ছে মতো ভাগ করে দিতে পারেন। কিন্তু দুই তৃতীয়াংশ স্ত্রী-সন্তানদের জন্য রাখতেই হবে। যেহেতু ম্যারাডোনার কোনো উইল নেই, সম্পত্তির লড়াইটা আরও কঠিন হবে। যারা নিজেকে ম্যারাডোনার সন্তান বলে দাবি করছেন, কিন্তু ম্যারাডোনা তাদের কখনো স্বীকৃতি দেননি, তাদের মামলা আদালতে উঠলে ডিএনএ পরীক্ষা হবে। ইতিমধ্যেই দাবি উঠেছে, সেক্ষেত্রে ম্যারাডোনার কবর খোঁড়া হোক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *