রবিউল ইসলাম : তুমি রবে হৃদয়ে মম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ তম প্রয়াণ দিবস উপলক্ষে কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ শ্রাবণ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তুমি রবে নীরবে হৃদয়ে মম কবিতা পাঠ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে অনলাইন পোর্টাল বিজয় নিউজ এর আয়োজনে শুক্রবার (৬ আগস্ট) সকাল ১০ টায় কালিগঞ্জের এমএম প্লাজার তৃতীয় তলায় বিজয় নিউজ স্টুডিওতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা বিজয় নিউজ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান।

তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী প্রতিভা অসাধারণ সৃষ্টি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে ভয় করতেন না, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকল কাজে কর্মে চিন্তা-চেতনায় ভাবনায় মিশে আছে। তার কবিতা-গান প্রবন্ধ গল্প নাটক উপন্যাস শিল্পকর্ম সাহিত্য বাঙালির হৃদয়ে মননে চিরকাল থাকবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করেন কালিগঞ্জ সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রজনী আক্তার, অনুষ্ঠানটি সরাসরি ডিজাইনের মাধ্যমে ফেসবুক লাইক পেজে কারিগরি সহযোগিতা করেন বিজয় নিউজের বার্তা সম্পাদক শেখ আতিকুর রহমান । অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে দেশ বিদেশের অনেক রবীন্দ্রভক্ত বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *