তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৭ জানুয়ারী) সাতক্ষীরা পৌর এলাকার নির্বাচিত ৫টি কলোনিতে “প্রাথমিক স্কুলগামী ছাত্র/ছাত্রীদের তালিকাভুক্তি/পুনঃতালিকাভুক্তি করার জন্য কমিউনিটি পর্যায়ে সংবেদনশীলতা এবং সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস’র লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় বেসরকারী সংস্থা উত্তরণ এবং এডুকো বাংলাদেশ “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারনে বাস্তচ্যুত ব্যাক্তিদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদারকরণ” প্রকল্পের আওতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সচেনতনামূলক সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মারুফ আহমেদ, সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি উজ্জল মাখাল, প্রধান শিক্ষক মোঃ আব্দুল গণি আসাদসহ ৫টি কলোনির ৫০০ জন অভিভাবকবৃন্দ। সভাটি পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা লাইভলিহুড এন্ড ট্রেনিং মোঃ এনামুল হক এবং মোঃ আব্দুল করিম।
এ সময় প্রাথমিক বিদ্যালয়ে স্কুলগামী ছাত্র/ছাত্রীদের ভর্তি নিশ্চিত করা, তাদেরকে আনন্দঘন পরিবেশে পাঠদান, নিয়মিত স্কুলে যাওয়ার জন্য অভিভাবকদের সচেতন করা, নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের মাধ্যমে পানিবাহিত রোগের প্রকপ কমিয়ে আনাসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বিস্তর আলোচনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published.