সমাজের আলো : কলারোয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন-কাফনে একমাত্র ভরসা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র সম্মুখ যোদ্ধারা। করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার পর থেকে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের ধর্মীয় প্রথা অনুযায়ী দাফন কার্যক্রম পরিচালনা করে আসছেন স্বোচ্ছাসেবী এই সংগঠনটি। বর্তমানে ভারত সীমান্তবর্তী কলারোয়া উপজেলায় করোনা সংক্রমন ছড়িয়ে পড়ায় বাড়ছে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু। আর এসব মানুষের দাফন-কাফনে উপজেলাবাসীর একমাত্র ভরসা ‘সেবা’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি। এরইমধ্যে তাঁরা উপজেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ৮জন মুসলিম ও ২জন হিন্দুসহ মোট ১০ জনকে স্ব-স্ব ধর্মীয় রীতি অনুযায়ী দাফন ও সৎকার সম্পন্ন করেছেন। এদিকে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যাক্তিদের দাফন-কাফন কার্যক্রমে স্বোচ্ছাসেবী সংস্থা সেবার সম্মুখ যোদ্ধাদের পাশে দাড়ালেন ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার কুটনৈতিক প্রতিবেদক ও কলারোয়ার কৃতি সন্তান আরিফুজ্জামান মামুন। সেবা’র দাফন টিমের সদস্যদের জন্য নিজ উদ্যেগে কিছু পিপিই, মাস্ক, হ্যান্ড গøালভস ও আই শিল্ড প্রদান করেছেন। রবিবার (১৩ জুন) ঢাকা আসা এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন সংগঠনটির উপদেষ্টা এ্যাড. শেখ কামাল রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেরা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, কলারোয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদরুজ্জামান বিপ্লব, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক ও ক্রীড়া ব্যাক্তিত্ব শেখ শাহাজাহান আলী শাহিনসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা এ্যাড. শেখ কামাল রেজা সেবা’র পক্ষ থেকে আরিফুজ্জামান মামুন কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কারোনাকালীন সময়ে আরিফুজ্জামান মামুন ‘সেবা’র সার্বিক কার্যক্রমে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্বোচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন জানান, কলারোয়া উপজেলায় তরুন-যুবকদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষ রোপণ, ও সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে যাত্রাশুরু করে। পরবর্তীতে করোনা কালীন সময়ে উপজেলাব্যাপী মাস্ক বিতরণ, সাধারণ মানুষদের সচেতন করা, কোভিড-১৯ এর সময়ে দাফন ও সৎকার টিম গঠন করা হয়। সবগুলো কাজই স্বেচ্ছায় করে আসছে সেবা’র সদস্যরা। তিনি আরও বলেন, আমাদের দাফন ও সৎকার টিমের সদস্যরা ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪জন মুসলিম ও ১জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে দাফন ও সৎকার করা হয়েছে এছাড়া ২০২১ সালে সোমবার (১৪ জুন) পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪জন মুসলিম ও ১জন হিন্দুকে (উপসর্গ) দাফন ও সৎকার সম্পন্ন করা হয়েছে। তিনি বর্তমান করোনাকালীন সময়ে দাফন ও সৎকার টিমের পাশে দাড়ানোর জন্য ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার কুটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মানুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। প্রসংগত; সেবা’র দাফন ও সৎকার টিমের মোট সদস্য ৫২ জন এরমধ্যে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রশিক্ষন নিয়েছেন ২৬ জন। দাফন টিমের দলনেতা মুফতি মাওলানা মতিউর রহমান এবং সৎকার টিমের দলনেতা ল²ণ বিশ্বাস।




Leave a Reply

Your email address will not be published.