সমাজের আলো : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করোনা পজিটিভ হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাই খেলতে পারবেন না চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন।এর আগে ডিপিএল খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব। সোমবার (৯ মে) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর কোভিড প্রটোকল অনুযায়ী মঙ্গলবার (১০ মে) তার করোনা টেস্ট করা হয়। সেখানেই পজিটিভ হন তিনি।এর আগে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, সাকিব দুদিনের (সোম ও মঙ্গলবার) ছুটি নিয়েছেন। আগামী বুধবার (১১ মে) দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে সর্বনাশা করোনা সব ভেস্তে দিল।




Leave a Reply

Your email address will not be published.