সমাজের আলো : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৮২২ জনের। এটিই করোনায় সর্বোচ্চ শনাক্ত। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।টানা চার দিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু শতকের উপরে। গতকাল মঙ্গলবার করোনায় মারা যান ১১২ জন, তার আগের দিন সোমবার ১০৪ জন এবং রোববার সর্বোচ্চ ১১৯ জন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়ে ৩৫ হাজার ২৬২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৮ হাজার ৯২৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনের। করোনায় মারা গেছেন ১৪ হাজার ৫০৩ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন।প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮




Leave a Reply

Your email address will not be published.