সমাজের আলো:  এমন এক রোগ এলো আপন ও পর কাউকে চেনে না।পিতাকে ছেলে ছুয়ে দেখে না। মাকে ফেলে দিচেছ পথে।কিন্তু দায়িত্ব নিয়েছেন মানবসেবার জন্য। সেই কথাটি মনে রেখেছেন করোনা যোদ্ধা সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সাথে পেয়েছেন কয়েকজন সাহসী পুলিশ কর্মকর্তা ও সদস্য। যাওয়ার বেলায় কাজে লাগলো পুলিশ।জীবন বাজি রেখে লাশ কাঁধে তুলে নিলেন।পরানো হলো শেষ কাপড়।উঠানো হলো খাটিয়ায়।পড়ানো হলো জানাযা নামাজ।কাটা হলো কবর।নামানো হলো কবরে। মৃত্যুবরণ কারী চিকিৎসকের নাম ডাঃ সফিকুল  ইসলাম। তার বাড়ি মুন্সিপাড়া আলীয়া মাদ্রাসা রোডে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় শুক্রবার দিবাগত রাত ৪ টার দিকে গ্রাম্য চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশি কেউ তার দাফন কাফনে আসেনি। পরে সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর ফাড়ির কুইক রেসপন্স টিমের টিম লিডার  ইন্সপেক্টর তারিক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে  সদর ফাড়ির এসআই রবিন চন্দ্র মন্ডল, এএসআই মামুন,এএসআই জাহিদ ও সঙ্গীয় ফোর্স মৃত ব্যক্তির বাড়িতে যান দাফন কার্য সম্পন্ন করতে।

সকল কাজ করলেন পুলিশ সদস্যরা। মানুষ , মানুষের জন্যে। জীবন জীবনের জন্য। করোনা উপসর্গ নিয়ে মৃত পল্লী চিকিৎসক শফিকুল ইসলামের শেষ বিদায় বেলায় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সদর পুলিশ ফাঁড়ি সাতক্ষীরা এর ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ তারেক ফয়সাল ইবনে আজিজ, এস আই রবিন চন্দ্র মন্ডল, এ এস আই আব্দুল্লাহ আল মামুন, এ এস আই আবু জাহিদ, এটিএসআই জিয়াউর রহমান, কনস্টেবল মোহাম্মদ মনিরুজ্জামান, বোরহান তালুকদার, গোপাল চন্দ্র দাস তাঁহাদের নেতৃত্বে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *