সমাজের আলো : করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী।আগামী ১৫ দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।

আপাতত লকডাউন দেওয়ার কথা সরকার চিন্তা করছে না বলেও জানান জাহিদ মালেক।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম-এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিনই ওমিক্রন-এ আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিধি-নিষেধ জারি করা হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত সাতজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.