সমাজের আলো: বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিদায়ী বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর বিগত রেকর্ড ভেঙে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বছরের শেষ দিন বিশ্বব্যাপী রেকর্ড ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর আগে গত ১৭ ডিসেম্বর সর্বোচ্চ ৭ লাখ ৩৬ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ শনাক্তে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৮ কোটি ৩৮ লাখ সাড়ে ৯ হাজারের বেশি। একই সময়ে ১৩ হাজার ৪১১ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ১৮ লাখ ২৫ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে দুটিই এখনো লাগামহীন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৮৮০ জন। গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২ লাখ সাড়ে ২৮ হাজারের মতো সংক্রমিত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪ লাখ ৪৫ হাজারের বেশি। করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণে আরও বেড়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *