সমাজের আলো: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৭২ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২,১৩৯ জন। এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ৭ জন। মৃতদের ২৮ জনই হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জনেরই বয়স ৬০ এর বেশি। ঢাকায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত মোট মৃতের ৪৯ শতাংশই ঢাকায়। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১ দশমিক ৯৪ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.