সমাজের আলো: বিশ্বখ্যাত ইংরেজ কবি ও দার্শনিক জন মিল্টন বলেছিলেন, ‘মর্নিং শোজ দ্য ডে’। অর্থাৎ সকাল দেখে বোঝা যায় দিনটি কেমন যাবে। কিন্তু ২০২০ সালের শুরুটা দেখে ধারণাই করা যায়নি, ভয়ানক মহামারীর উৎকণ্ঠায় মোড়ানো ‘বীভৎসময়’ এমন একটি বছরের মুখোমুখি হতে হবে গোটা বিশ্বকে। বিভীষিকাময় এ বছরটি বিস্মৃত হওয়া সম্ভব নয়। কারণ কী সর্বনাশ করেনি এই করোনা? বারবার ‘রূপ বদল’ করা এ ভাইরাস বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে। কত কোটি মানুষ যে এ কারণে কর্মহীন হয়ে পড়েছে তার ইয়ত্তা নেই। স্বাস্থ্য ব্যবস্থাকেও এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি শত বছরের ইতিহাসে। বছরজুড়ে শিক্ষা কার্যক্রমও ছিল প্রায় বন্ধ। প্রাণঘাতী ‘অচেনা’ করোনা ভাইরাস বিশ্বকে তছনছ করে দিয়েছে; মানুষের জীবনাচারে আমূল পরিবর্তন আনতে বাধ্য করেছে এই সর্বনাশী। এমন কোনো খাত নেই, যা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *