সমাজের আলো: ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় রায়ের সাজাপ্রাপ্ত দুই আসামী আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (১৭ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবীরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রায়ে চার বছরের সাজাপ্রাপ্ত আসামী কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে যুবদল নেতা মাহফুজুর রহমান সাবু (৫৫) ও তার ছোট ভাই‌ কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সঞ্জু (৪০)। এর আগে সোমবার (১৫ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রায়ের চার বছরের সাজাপ্রাপ্ত আসামী কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে পৌর যুবদল সভাপতি জাবিদ রায়হান লাকি (৪০)। আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বর্তমানে তিনি জেলহাজতে রয়েছে। এই মামলায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সর্বমোট ৩৭ জন আসামী বিভিন্ন মেয়াদে কারাগারে রয়েছেন। প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখে যশোরে ফেরার পথে জেলা বিএনপির সভাপতি ও তৎকালীন সংসদ হাবিবুল ইসলামের হাবিবের নির্দেশে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে বিএনপি- যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি যাত্রীবাহী বাস রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়।




Leave a Reply

Your email address will not be published.