সমাজের আলো: কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন এর দক্ষিণ বহূড়া গ্রামের রওশনারা (৪০) নামের এক বৃদ্ধা বিধবা মহিলাকে ঘর থেকে তাড়িয়ে দিল ছেলে। শুক্রবার (১২/০৩/২০২১ ইং) আনুমানিক সকাল ছয়টার সময় প্রথম পক্ষের ছেলে সালাহউদ্দিন শিমুল স্বর্ণ নগদ টাকা ড্রয়ার থেকে নিয়ে সৎ মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে বলে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে অসহায় রওশনারা বলেন,”আমার মেয়ে অসুস্থ থাকায় আমি মেয়ের শ্বশুর বাড়িতে চলে যায়। আর আমার মা খায়রুন্নেছা বাড়ি দেখাশোনার জন্য বলি। আমার মা বাড়ি দেখাশোনা করতো এবং আমাকে বাড়ির সবকিছু ঠিক আছে কিনা বলতো। হঠাৎ করে আজ সকালে আনুমানিক সকাল ছয়টার সময় আমার মা আমাকে বলে বসতবাড়ির তালা ভাঙা এবং ঘরের ভিতর কাপড় ছড়ানো-ছিটানো। বিষয়টি শুনে আনুমানিক সকাল দশটার সময় বাড়িতে এসে দেখি আমার কাপড় ঘরের ভিতরে ছড়ানো এবং ঘরের তালা ভাঙ্গা অবস্থাই পড়ে আছে। এ ব্যাপারে ছেলে সালাউদ্দিন শিমুলকে জিজ্ঞাসা করলে বাঁশ দিয়ে পায়ের পাতায় আঘাত করে হাড় ভেঙে দেয়। সালাহউদ্দিন শিমুল, আব্দুল হাইদ ও শিমুলের স্ত্রী লতা আমাকে ধাক্কাধাক্কি করে বাড়ি থেকে বের করে দেয়। পরে আমার মালামাল ঘরের ভিতরে থাকা অবস্থায় বাড়ির মেন গেটে তালা ঝুলিয়ে দিয়।” এ ব্যাপারে কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন,”যেহেতু মা ও ছেলের মধ্যকার বিবাদ সেহেতু স্থানীয় জনপ্রতিনিধি ও দুই পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করা হবে অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.