সমাজের আলো : মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক মুসল্লির উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামে।ভাদিয়ালি গ্রামের হাজি ওহিদ জানান, প্রতি নামাজের সময় বিরোধ দেখা দেয়। বিভিন্ন বিষয়ে মসজিদে আলোচনা হয়।নামাজের সময় আলোচনা বন্ধের কথা বলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ভাদিয়ালি গ্রামের
মাফিজুল।,পাজ্জাব, জামাল মুন্সি, ও হাবিবুর তার উপর হামলা চালায়।আহত হাজি সাহেবকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
