সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ফাজিলকাটি গ্রামের এক কৃষকের জমিতে ঢুকে ঘেরা বেড়া তুলে দিয়ে ওই জমিতে লাগানো আমগাছ, কলা গাছসহ বিভিন্ন গাছ গাছালি কেটে দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এঘটনায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৮৪৯) হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক কেরালকাতা ইউনিয়নের ফাজিলকাটি গ্রামের হাজারী লাল বিশ্বাসের ছেলে শ্রী দিলিপ বিশ্বাস জানান-শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরিকল্পিত ভাবে হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আনিছুর রহমান, মোখলেছুর রহমান, আছির উদ্দীন সহ-৪/৫জন দলবব্ধ হয়ে তার জমিতে প্রবেশ করে। কোন কারণ ছাড়াই তারা জমিতে ঢুকে ঘেরা বেড়া তুলে দিয়ে ওই জমিতে লাগানো আমগাছ, কলা গাছসহ বিভিনন্ন গাছ গাছালি কেটে দিয়ে প্রায় ১৫/২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এসময় তিনি ওই জমিতে গিয়ে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দিয়ে চলে যাবে। তিনি আরো বলেন-ফাজিলকাটি মৌজায় হাল ১৮৬ নং খতিয়ানে ৮দাগে ২.৫ একর জমি রয়েছে। সেই জমিতে চার পাশে বেড়া দিয়ে আম গাছ, কলা গাছ সহ বিভিন্ন ফল ফলাদি গাছ লাগানো রয়েছে। তিনি বলেন-আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিয়া বিবাদীদের সাথে গোলযোগ না করে কলারোয়া থানায় অভিযোগের মাধ্যমে ক্ষতিপুরনের দাবী করেন। এদিকে অভিযুক্তদের ফোনে কল করলে তারা রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *