শাহিনুর রহমান (স্টাফ রিপোর্টার) : বহুল প্রতীক্ষিত কলারোয়া পৌরসভার নির্বাচন আজ সকাল আটটা থেকে আরম্ভ হয়েছে ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত । ভোটাররা সতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করছে। মোট ভোট কেন্দ্র নয়টি । প্রিজাইডিং অফিসার ৯ জন।

১ নম্বর ভোট কেন্দ্র কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় তুলসীগঙ্গা পশ্চিমপাড়া। প্রিজাইডিং অফিসার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা। বুথ সংখ্যা ৭টি। মোট ভোটার ২৩৩৮ জন।

দুই নম্বর ভোটকেন্দ্র তুলসী ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় তুলসীডাঙ্গা পূর্বপাড়া। প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব আছেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার। বুথ সংখ্যা ৯টি। ভোটার সংখ্যা ২৯০২ জন ।

তিন নম্বর ভোট কেন্দ্র কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। বুথ সংখ্যা ৮টি। ভোটার সংখ্যা ২৮৬৯ জন।

চার নম্বর ভোট কেন্দ্র কলারোয়া প্রি ক্যাডেট স্কুল, ঝিকরা। প্রিজাইডিং অফিসার সহ উপজেলা শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান। বুথ সংখ্যা ৪ টি। ভোটার সংখ্যা ১৪৮১জন।

৫ নম্বর ভোট কেন্দ্র ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকরা দক্ষিণ। প্রিজাইডিং অফিসার ভেটেরিনারি সার্জন ডাক্তার সাইফুল ইসলাম। বুথ সংখ্যা ৭টি। ভোটার সংখ্যা ২২৭৩ জন।

৬ নম্বর ভোট কেন্দ্র গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপীনাথপুর। প্রিজাইডিং অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ। বুথ সংখ্যা ৮টি। ভোটার সংখ্যা ২৫৬৫জন।

সাত নম্বর ভোট কেন্দ্র মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ মুরারীকাটি। প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম। বুথ সংখ্যা ৮। ভোটার সংখ্যা ২৭৭৬জন।

আট নম্বর ভোট কেন্দ্র শ্রীপতিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর মুরারীকাটি। প্রিজাইডিং অফিসার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইমরান হোসেন। বুথ সংখ্যা ৭। ভোটার সংখ্যা ২৪৫৫ জন।

নয় নম্বর ভোট কেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মির্জাপুর। প্রভাষক জিএম শাহনাজ আলম। বুথ সংখ্যা ৫। ভোটার সংখ্যা ১৬২১ জন। সহকারি প্রিজাইডিং অফিসার ৬৩ জন।

কলারোয়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে, দুর্বৃত্তরা যাতে করে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না করতে পারে, তার জন্য কলারোয়া পৌরসভা এলাকাকে প্রশাসন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ সদস্য থাকবেন পাঁচজন। র্যাবের তিনটা মোবাইল টিম সার্বক্ষণিক কলারোয়া পৌর এলাকায় টহল দিবেন। বিজিবি ২ প্লাটুন। আনসার প্রতি কেন্দ্রে ৯জন। সহকারি প্রিজাইডিং অফিসার ৬৩ জন। পৌরসভায় মোট ভোটার ১৮৫০৪ জন (নারী-পুরুষ)। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো নাজমুল কবীর বলেন, “কলারোয়া পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও জবাবদিহিতামূলক নির্বাচন কলারোয়া পৌরবাসী কে উপহার দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।”

উল্লেখ্য যে, নৌকার বিদ্রোহী প্রার্থী মোবাইল মার্কা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু ২৯ জানুয়ারি তার প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে সমর্থন দিয়েছিলেন। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু নৌকার পক্ষে সমর্থন দিয়েছিলেন কিন্তু মধ্যরাত হতে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী কিছু লোক তাকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা । এ ব্যাপারে ডিবি পুলিশকে জিজ্ঞাসা করলে আমিনুল ইসলাম লালটু কে গ্রেফতার করার ব্যাপারটি অস্বীকার করেন এবং বলেন, “এ ব্যাপারে তারা কিছুই জানে না এটি একটি রাজনৈতিক চক্রান্ত হতে পারে। “




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *