সমাজের আলো সরকারি ঔষধ চুরির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবেন।তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যাবস্থা গ্রহনক্ষত্রের করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। প্রসঙ্গত ওষূধ চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে ধরা পড়ে যায় কলারোয়া উপজেলার ৭ নং চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আব্দুল আলিম। গতকাল (০৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা কমিউনিটি ক্লিনিক হতে ১ কিলোমিটার দূরে চন্দনপুর ইটভাটা সংলগ্ন রাস্তায় এই ঘটনাটি ঘটেছে । স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সরকারি ঔষধ আত্মসাত করে স্থানীয় ফার্মেসী সহ বাইরের বিভিন্ন জায়গায় বিক্রি করতো।পরে স্থানীয়রা সন্দেহ জনক ভাবে আব্দুল আলিমের উপর নজর রাখতে থাকে। এরই জের ধরে কমিউনিটি ক্লিনিক থেকে ঔষধ আত্মসাত করে নিয়ে যাওয়ার সময় ক্লিনিক থেকে ১ কিলোমিটার দূরে ভাটার নিকট রাস্তায় ওষুধসহ তাদেরকে আটক করা হয়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, মেডিকেল অফিসার আসিফ ইকবলকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবেন। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ব্যাবস্থা গ্রহন করা হবে। এ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *