সমাজের আলো : বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। দিনটি স্বরনীয় করতে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে কলারোয়ার শহীদ স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে। সকালে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তালা – কলারোয়ার সংসদ সদস্য, উপজেলা প্রসাশন,মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পামাল্য অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পর্যায়ক্রমে উপজেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, আনছার ভিডিপি,রোভার স্কাউটস,কলারোয়া প্রসক্লাব, রির্পোটাস ক্লাব,আঃলীগ, যুবলীগ,স্বে”ছাসেবকলীগ,ছাত্রলীগ, বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী,রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি অ্যাডঃ মুস্তোফা লুৎফুল্লাহ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,উপজেলা সহকারী কমিশনার ভূমি আকতার হোসেন, কলারোয়া থানার ওসি খায়রুল কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা হোসেন, উপজেলা আওয়ামীলীগের লীগের সভাপতি জনাব ফিরোজ আহমেদ স্বপন, পৌরমেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, দারিদ্র্য বিমোচন অফিসার, সমাজ সেবা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার,যুব উন্নয়ন কর্মকর্তাসহ প্রমূখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *