শফিকুর রহমান, কলারোয়া,সাতক্ষীরা : জিকেবিএসবি-২ প্রকল্পের কৃষক প্রতি বরাদ্দকৃত টাকা আত্মসাত ও দাপ্তরিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের বিরুদ্ধে । জানা গেছে,গত ৩০ সেপ্টেম্বর বুধবার কলারোয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে- গোপালগঞ্জ , খুলনা, বাগেরহাট, পিরোজপুর (জিকেবিএসবি- ২ ) প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলার ৬০ জন কৃষক কৃষানীকে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হয়। ঐ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৬০ জন্য কৃষক- কৃষানীর জন্য নাস্ত, টিএ, ডিএ, লাঞ্চ সহ জন প্রতি সর্বমোট ১৩৫০ টাকা সম্মানি বরাদ্দ করা হয়। কিন্তু ঐ প্রশিক্ষণ বাবদ ১৩৫০ টাকা থেকে প্রত্যেক কৃষক- কৃষানীকে জনপ্রতি ১০০০ টাকা দেয়া হয়েছে। যেখানে মাথাপিছু ৩৫০ টাকা হারে মোট ১৮০০০ টাকা স্পষ্ট আত্মসাত করা হয়েছে । আরো জানা গেছে ঐ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কর্তব্যরত সাংবাদিককে তথ্য দিতে অস্বীকৃতি প্রকাশ করা সহ নানা ধরনের অসদাচরণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, আমরা খেটে খাওয়া মানুষ।তাই বলে আমাদের প্রশিক্ষণের নামে ডেকে নানা ধরনের অপমান জনক আচরণ করা হয়েছে। আমাদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাত করে আমাদের কম টাকা দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম’র মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি । এ দিকে উপজেলা পর্যায়ের একজন সরকারি কর্মকর্তার এমন দূর্নীতিমূলক কর্মকাণ্ড ও স্বেচ্ছাচারী আচরণে স্তম্ভিত কলারোয়ার সচেতন জনসাধারণ ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *