সমাজের আলো : কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত আটকের ঘটনায় আরো তথ্য মিলেছে। আটক সোনার মালিক অল্প দিনে টাকার মালিক হয়েছে।
একটি দায়িত্বশীল সুত্র বলছে সোনার মুল মালিক কাকডাঙ্গা এলাকার শীর্ষ সোনা পাচারকারি দুই জন। এরা হলেন কাকডাঙ্গার ফাইজুল ও মন্টু। এরাই মুলত মালিক। তবে বিজিবির হাতে আটককৃত ব্যক্তি এ সোনার ভাগিদার রয়েছে । এদের রয়েছে একটি সিন্ডিকেট। প্রথমে সোনা ভারতে পাচার করে। পরে সোনার গহনা তৈরি করে বাংলাদেশে নিয়ে আসে।

