সমাজের আলো : গাজীপুরের টঙ্গিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মৃত আসাদ শেখের স্বজনদের দাবি, শনিবার (১ জানুয়ারি) দুপুরে মাদক কারবারের অভিযোগ এনে বাসায় অভিযান চালায় র‌্যাব। এই সময় আসাদ শেখকে মারধর করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে মারা যান তিনি।
তবে র‌্যাবের দাবি, তল্লাশির সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসক বলেছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার।গাজীপুরের টঙ্গী এরশাদ নগরের ৫ নম্বর ব্লকের একটি বাসায় দুই ছেলেমেয়ে নিয়ে বসবাস করতেন আসাদ শেখ। শনিবার দুপুরে র‌্যাবের ১০-১২ জনের একটি দল পুরো বাড়ি ঘিরে ফেলে। মাদক ব্যবসার অভিযোগে তল্লাশি শুরু করে তারা।পরিবারের অভিযোগ, এ সময় আসাদ শেখকে পাশের ঘরে নিয়ে নির্যাতন করে র‌্যাব। বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় আসাদকে বের করা হয়।প্রতিবেশীরা বলছেন, আসাদ একটি মোটর ওয়ার্কশপে মেকানিকের কাজ করতেন। মাদক ব্যবসার সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেননি প্রতিবেশীরা।তবে র‌্যাব বলছে, আসাদ একজন মাদক ব্যবসায়ী, মাদক উদ্ধারে তার বাসায় গেলে র‌্যাব সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লে টঙ্গি জেনারেল হাসপাতালে নেওয়া তাকে। সেখানে তার মৃত্যু হয়।




Leave a Reply

Your email address will not be published.