নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার কাজীরহাট কলেজে ২২তম ব্যাচে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ মিলনায়তন চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস৷
আরও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল্লাহ, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল ইসলাম৷
এসময় অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক – শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন৷

উল্লেখ্য, ২০০১ সালে কলেজ থেকে প্রথম ২৫ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে ১০ জন এ প্লাস পেয়েছিল৷ এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করবে ১৫৮ জন শিক্ষার্থী৷




Leave a Reply

Your email address will not be published.