সমাজের আলো : নৌকার প্রার্থীর উপর হামলা চালানো হয়েছে।হামলায় নৌকার প্রার্থীসহ ১৮ জন আহত হয়েছে। রোববার রাত দশটার দিকে কলারোয়ার উপজেলার বোয়ালিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহতদের কলারোয়া ও সাতক্ষীরার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কলারোয়ার উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও নৌকার প্রার্থী ভুট্রলাল গাইন জানান,রোববার রাত আটটার দিকে কাকডাঙ্গা বাজারে নৌকার অফিস বন্ধ করে দেন বিদ্রোহী প্রার্থী মারুফ হোসেন। খবর পেয়ে পুলিশ যেয়ে অফিস খুলে দেন। রাত দশটার দিকে তিনি বোয়ালিয়া এলাকায় পৌছালে চেয়ারম্যান প্রার্থী হাবিলের নেতৃত্বে মারুফসহ কয়েক তাদের উপর হামলা চালায়।এ তিনি সহ এলাকার ইকবল,আনেছা বিবি,ফারুক,সিরাজ,তরিকুল, তবিবুর,হাফিজুর, বৃষ্টিসহ১৮|২০ জন আহত হন।
কলারোয়া থানার ইন্সপেক্টর মীর খায়রুল কবীর জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।পরিস্থিতি শান্ত রয়েছে।

