নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার ও অনুষ্ঠিতব্য দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন-জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম, তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়সহ অন্যন্যে কর্মকর্তাবৃন্দ। উপজেলার দুইটি ইউপি নির্বাচনে ১৮জন প্রিজাইডিং, ৮৪জন সহকারি প্রিজাইডিং ও ১৬৮জন দায়িতপ্রাপ্ত পোলিং অফিসার প্রশিক্ষণে অংশ নেয়। প্রসঙ্গত, পঞ্চম ধাপের ঘোষিত ইউপি নির্বাচনের অংশ হিসাবে ৫জানুয়ারী বুধবার উপজেলার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published.