সমাজের আলো : শনিবার কলারোয়া উপজেলার খোরদো মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জানা গেছে, তফশীল ঘোষণার পর এ নির্বাচনকে ঘিরে দুটি গ্রুপ মাঠে নামে।

এদের এ পক্ষে অবস্থান নেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী মাহাবুবর রহমান মফের সমর্থকরা এবং অপরপক্ষে অবস্থান নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সমর্থকরা। নির্বাচনে এ দুটি গ্রুপ থেকে দুটি প্যানলে ১০জন অংশ নেন। তারা ছাত্র অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার-প্রচারণা চালান।

নির্বাচনের দিন কলারোয়া উজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কলারোয়া থানার ওসি তদন্ত হাফিজুর রহমান এসআই আব্দুর রহমান উপজেলা একাডেমি সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার তপন কুমার দাস, বিদ্যলয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, পরিসংখ্যান অফিসার তাহের মাহামুদ সোহাগ, খোরদো, পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ফিরোজ আহম্মেদ, টুআইসি আক্তারুজ্জামনসহ পুলিশ দিনভর শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেন।

বিদ্যালয়ের ৩৭৮টি ভোটের মধ্যে ৩০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৫৪টি ভোট বাতিল হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভোটের ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ভোটের ফলাফলে জানা গেছে, গাজী মাহাবুবর রহমান মফের প্যানেলের রেজাউল ইসলাম ২০৫ ভোট, বাবুল বিশ্বাস ১৯৪, আব্দুল আলিম ১৯৩, রবিউল ইসলাম ১৮৪ ও তামান্না খাতুন ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আব্দুল মান্নান প্যানেলের আবু সাঈদ ৯৬ ভোট, সাঈদুর রহমান ৮৬, ফারুক হোসেন ৮৪, মশিয়ার রহমান ৭৪ ও পারভিনা খাতুন ৯০ ভোট পেয়েছেন।

গাজী মাহাবুবর রহমানের প্যানেল বিজয়ী হওয়ার পরে এলাকায় প্রচার হচ্ছে তার ছোট ভাই খোরদো বাজারের ব্যবসায়ী গাজী মনিরুল ইসলাম স্কুলের সভাপতি নির্বাচিত হতে পারেন।




Leave a Reply

Your email address will not be published.