সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়ায় গোপনে ম্যানেজিং কমিটি গঠন করায় এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এঘটনা ওই বিদ্যালয়ের এক অভিভাবক সদস্য এর প্রতিকার চেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত ভাবে অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে-কলারোয়া উপজেলার জয়নগর বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস অত্যন্ত গোপনে নিজের সুবিধার্থে নিজের মনোনিত প্রার্থীদের নিয়ে পকেটস্থ কমিটি করার লক্ষ্যে প্রচারনা চালায়। অভিভাবক সমাবেশ না করে রাতারাতি পূর্ব পরিকল্পিত ভাবে সাজানো একটি ম্যানেজিং কমিটি গঠন করে। যার ফলে অত্র এলাকায় জন সাধারণসহ সকল স্তুরের মানুষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট সহ নিজের পকেট ভারি করার জন্য এধরনের কমিটি গঠন করেছে উল্লেখ্য করে ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়–য়া ছাত্রীর অভিভাবক আসমত আলী বাদী হয়ে উক্ত ম্যানেজিং কমিটি স্থগিত করে নতুন করে ম্যানেজিং কমিটি গঠনের জন্য বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করেছেন। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- জয়নগর বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয় নিয়ে তার দপ্তরে একটি অভিযোগ এসেছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস এর সেল ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *