(দেবাশীষ চক্রবত্তী): কলারোয়ার জয়নগর ইউনিয়নে দূর্গা পূজার আনুষ্ঠানিকতাকে সামনে রেখে নিপুন হাতে শিল্পীরা দেবী দূর্গার প্রতিমা বাহারি রঙ্গে রাঙ্গিয়ে তুলছে। শুধু তাই নয়, প্রতিটা মন্ডপে মন্ডপে চলছে মাকে বরণ করার চূড়ান্ত প্রস্তুতি। আসন্ন দূর্গা পূজার আর মাত্র ৭ দিন বাকী। সব মিলিয়ে হিন্দুধর্মালম্বীদের মনের মধ্যে এখন পূজার আমেজ বিরাজ করছে। কলারোয়া উপজেলার জয়নগরের আশে পাশের গ্রাম গুলো ঘুরে দেখা গেছে, প্রতিমা নির্মাণ শেষ করে কারিগররা এখন দেবীকে বাহারি রঙ্গে রাঙ্গিয়ে তুলছে।জয়নগর ইউনিয়নে এ বছর ৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কয়েকটি পূজা মন্ডপে প্রতিমা নির্মাণের সব ধরনের কাজ শেষ হয়েছে, সাজিয়ে তোলা হচ্ছে পূজা মন্ডপ গুলো। মৃৎশিল্পী অশোক সরদার বলেন, আমি এবছর ৬টি প্রতিমা তৈরীর কাজ নিয়েছি তার মধ্যে দুইটির কাজ মোটামুটি শেষ করেছি।বাকি প্রতিমা গুলো পূজার আগমুহুর্তে শেষ করবার প্রস্তুুতি চলছে।




Leave a Reply

Your email address will not be published.