সমাজের আলো : কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ডের পদ্মবিলের কাজীপাড়া সেতুর নিচের লোহার বাঁধ

সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের পদ্মবিলের কাজী পাড়া সরকারি খালের ওপর নির্মিত সেতুর মুখে লোহার বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে।

এতে প্রায় ৭০০ বিঘা জমির ধান নষ্ট হওয়ায় দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী ধানচাষিরা।

গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ষা মৌসুমে দেয়াড়া নতুন বাজার সানা পাড়া খান পাড়া কাজী পাড়া মাঝের বিল ও পদ্ম বিলের একমাত্র পানি নিষ্কাশনের ব্যবস্থা হলো এই পদ্মবিল সেতু। পদ্মবিল ও মাঝেরবিল মিলে প্রায় সাত থেকে আট শত বিঘা জমিতে ধানসহ অন্যান্য ফসলের চাষ করে এ অঞ্চলের কৃষকেরা। সাম্প্রতি সেতুর মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানি নিষ্কাশনের পথ না থাকায় উঁচু জমিতে পানি উঠে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষকেরা ৷

ইদ্রিস আলী নামের এক চাষি জানান, বাবুল নামে এক ঘের ব্যবসায়ী সেতুর মুখে রডের পাটাতন তৈরি করে পানি বন্ধ করে বিলের ২০০ বিঘা জমি ইজারা নিয়ে মাছ চাষ করছে। এতে পানিবন্দী হয়ে পার্শ্ববর্তী প্রায় ৭০০ বিঘার মতো জমি যেখানে ধান চাষ করা হয়েছিল তা পানিতে ডুবে গেছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে এ এলাকার চাষিরা ৷

মিজানুর রহমান নামের চাষি বলেন, ‘আমাদের জমিতে আমরা চাষ করবো কিন্তু আমরা তা করতে পারি না। ক্ষমতাধর কিছু ব্যাক্তি ক্ষমতার দাপট দেখিয়ে ব্রিজের মুখ বন্ধ করে ঘের করে মাছ চাষ করে। সেতুর মুখ খুলে দেওয়ার কথা বললে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মাছ চাষ করছে। প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে সেতুর মুখ খুলে দেওয়ার জোর দাবি জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published.