সমাজের আলো: কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা সাইক্লোন সেন্টারের সামনে সরকারী জায়গা দখললের অভিযোগ উঠেছে। সরকারি জমি দখল করে দোকান নির্মান করছে শেখ আলি আকবার বাবলু, শেখ আলি হোসেন ও শেখ সাগর হোসেন । এঘটনায় সোমবার (২৮ডিসেম্বর) সকালে ওই এলাকার সাবেক ওয়ার্ড আ.লীগের সভাপতি হারুন-অর-রশিদ বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে লিখিত ভাবে একটি অভিযোগ করেছেন। তিনি জানান-শেখ আলি আকবার বাবলু, শেখ আলি হোসেন ও শেখ সাগর হোসেন ধনি ব্যক্তি। ওই জমি গরিব অসহায় মানুষের পাওয়ার কথা। কিন্তু ধনি ব্যক্তিরা সেই জায়গা দখল নিয়ে দোকান ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ২০১৫ সালে ওই জমি পেরিফেরি করার জন্য জেলা প্রশাসকের দপ্তরে প্রস্তাব করেন। এদিকে ওই ওয়ার্ডের আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম খোকন বলেন-২৬ডিসেম্বর সরকারী জমিতে দোকান ঘর নির্মানের কাজ চলাকালে এলাকাবাসী বাধা দিলে শেখ আলি আকবার বাবলু, শেখ আলি হোসেন ও শেখ সাগর হোসেন তাদেরকে লাঞ্চিত করে। পরে খবর পেয়ে খোরদো পুলিশ ফাড়ির টু আইসি ঘটনা স্থানে আসেন। সেখানে দীর্ঘ দিন ধরে জাকির হোসেন (মুরগী দোকান) ও আঃ রহমান (সাইকেল মিস্ত্রী)র দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু তাদের উচ্ছেদ করার জন্য শেখ আলি আকবার বাবলু, শেখ আলি হোসেন ও শেখ সাগর হোসেন ওই জমির পাশে ৩টি দোকান ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান মফে বলেন-উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হবে।




Leave a Reply

Your email address will not be published.