সমাজের আলো:  কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামের এক অসহায় ট্রলি চালকের বাড়ীর পৈত্রিক জমি গোপনে লিখে নিয়ে বাড়ী ঢোকার পথ বন্ধ করার চক্রান্ত চলছে। তিনি এঘটনায় ন্যায় বিচার পাওয়ার জন্য খুলনা ডিআইজি বরাবরে লিখিত অভিযোগ করেছেন। বুধবার (৩০ডিসেম্বর) বিকাল ক্ষতিগ্রস্ত দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামের ট্রলি চালক আবুবক্কর সিদ্দিক (৪২) জানান-তার ভাগ্নে সাগর হোসেন ১০৪ নং দলুইপুর মৌজায় ডিপি-১৫৪ নং খতিয়ানে ১৫৬৩, ১৫৯১, ১৫৬২, ১৫৫৫ নং দাগে ৫শতক জমি আছে। ওই জমির মাঝ খানে ট্রলি চালক আবুবক্কর সিদ্দিকের পৈত্রিক জমিতে একটি বসত বাড়ী রয়েছে। সেখানে সে তার পরিবার নিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন। গত ১২নভেম্বর-২০ তারিখে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে ৫শতক জমি ১লাখ ২০হাজার টাকার মূল্যে বিক্রয়ের জন্য দাম নির্ধারণ করে তিনি তার ভাগ্নে সাগর হোসেনের কাছে নগদ ২৫ হাজার টাকা বায়না দিয়ে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন। ওই স্ট্যাম্পে বলা হয় যে অবশিষ্ট টাকা পরিশোধ পূর্বক জমি রেজিস্ট্রি করে দেবেন সাগর হোসেন। কিন্তু তার আপন ভাই নজরুল ইসলাম ও প্রতিবেশেী মুনছুর আলীর প্রলোভনে পড়ে সাগর হোসেন স্ট্যাম্প করার ৯দিন পরে গোপনে দলুইপুর-মীরডাঙ্গা গ্রামের নুর আলী গাজীর ছেলে আব্দুস সাত্তারের নিকটে প্রতারনামূলক ভাবে ওই বায়নাকৃত জমি বিক্রয় করে দেন। অসহায় ট্রলি চালক আবুবক্কর সিদ্দিক বিপাকে পড়েছেন। আব্দুস সাত্তার এসমস্ত বিষয় জেনেও তার বাড়ীর চার পাশে জমি ক্রয় করে ট্রলি চালক আবুবক্কর সিদ্দিককে গৃহবন্ধি করার চক্রান্ত করছেন। এদিকে এঘটনায় এলাকার শত শত মানুষের দাবী ওই ৫শতক জমি ট্রলি চালক আবুবক্কর সিদ্দিককে ফিরিয়ে দেয়া হোক। তা না হলে যে কোন সময় এলাকায় বড় ধরনের হামলা-সংঘর্ষ সৃষ্টি হতে পারে। এদিকে খুলনা ডিআইজি অফিস থেকে বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কলারোয়া থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। এবিষয়ে বুধবার (৩০ডিসেম্বর) বিকালে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন ঘটনা স্থান পরিদর্শন করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *