ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা : সাতক্ষীরা কলারোয়ার মাল্টা ড্রাগন গ্রীষ্মকালীন টমেটো নতুন সম্ভাবনা দেখা দিয়েছে৷ অন্যান্য কৃষি চাষাবাদের তুলনায় এ ধরনের নতুন সম্ভাবনার ফসল চাষ করে কলারোয়ার ২০ শতাংশ চাষির অর্থনৈতিক সফলতা ফিরেছে৷ কলারোয়ার এ মাল্টা, ড্রাগন গ্রীষ্মকালীন টমেটো চাষ দেখতে “বৃহত্তম কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়” ৩০ জনের একটি টি৫ কৃষক উদ্বুদ্ধকরন ভ্রমণ করেছে।

সোমবার (১আগস্ট) দিন ব্যাপি মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সামছুল আলমের তত্ত্বাবধানে কলারোয়া উপজেলার নতুন সম্ভাবনাময় চাষাবাদ দেখতে কৃষি উদ্ভুদ্ধকরন ভ্রমণে আসেন মেহেরপুর জেলার তিন উপজেলা থেকপ ৩০ জন কৃষক।

এ সময় তারা কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের নেতৃত্বে ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের আক্তারুল ইসলামের মাল্টা বাগান, যুগীখালী ইউনিয়নের কামারালী মাঠের টমেটো এবং যুগীখালী ইউনিয়ন তরুলিয়া মাঠের তরুণ উদ্যোগতা শাহীনুজ্জামানের ড্রাগন বাগান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম,মেহেরপুর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ মোঃ সামছুল আলম, মেহেরপুর সদর উপজেলা কৃষিবিদ জাহিদ হোসেন, উপসহকারী কৃষি অফিসার সুমির, উপসহকারী কৃষি অফিসার তপন সহ কলারোয়া উপজেলার বিভিন্ন সফল কৃষক উপস্থিত ছিলেন।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সামছুল আলম বলেন, কলারোয়া উপজেলায় নতুন সম্ভাবনাময় ফসলের মধ্যে অন্যতম মাল্টা ড্রাগন ও মাচা পদ্ধতিতে গৃষ্মকালীন বারি ৮ জাতের টমেটো চাষ৷ মেহেরপুরে এখনো এ ধরনের ফসলের আবাদ শুরু হয়নি তবে কৃষদের সঙ্গে মতবিনিময়ে ভ্রমণে আসা কৃষক ও আমরা জেনেছি সম্ভাবনাময় এসব ফসল সময় উপযোগী বানিজ্যিক ক্ষেত্রেও লাভজনক৷ তরুলিয়া এলাকার তরুণ উদ্যোক্তা শাহিনুজ্জামান এর ২০ বিঘার ড্রাগন চাষে সফলতা ভ্রমণে আসা চাষিরা দেখে মেহেরপুরে চাষাবাদ করতে অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন৷
এ অঞ্চলের কৃষকদের কাছ থেকে সুপরামর্শ নিয়ে পরীক্ষামূলক ভাবে এসকল ফসলের আবাদ মেহেরপুরও শুরু করা হবে৷

ছবি ক্যাপশন: সাতক্ষীরা কলারোয়ার মাল্টা ড্রাগন গ্রীষ্মকালীন টমেটো চাষ দেখতে কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণে এলেন খামারবাড়ি মেহেরপুর কৃষক টিম




Leave a Reply

Your email address will not be published.