সমাজের আলো : ছেলেরা জোর করে জমি আত্বসাৎ করেছে। শুক্রবার(১ জানুয়ারী) সকাল ১১ টায় কলারোয়া প্রেসক্লারের আস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত-আবব্বাস আলী সরদারের পুত্র হাজের আলী সরদার জানান, পারিবারিকভাবে ঋণগ্রস্থ হওয়ায় আমার মুল সম্পত্তির নিজ অংশ থেকে ১০ কাঠা জমি বিক্রয় করার জন্য সিদ্ধান্ত নেয়। আমার বড় ছেলে আব্দুল মান্নান, মেঝ ছেলে আব্দুল হান্নানকে বিষয়টি জানালে তারা সেই মোতাবেক কলারোয়া সাব রেজিস্ট্রী অফিসে গত বছর ২৯ নভেম্বর ১০ কাঠা জমি বিক্রির উদ্দেশ্যে গেলে তারা প্রতারনামূলক ভাবে আমার কাছ থেকে ৪ একর ১৯ শতক জমি লিখে নেয়। প্রতারনার বিষয়টি আমার সন্তানদের কাছে জানতে চাইলে তারা আমাকে এড়িয়ে চলছে। এ বিষয়ে সাংবাদিকদের কাছে জমিদাতা হাজের আলি এই অভিযোগ করেন পক্ষে ছোট ছেলে আবুল হাসান, মেয়ে হামিদা, আমেনা,জামিলা ও মোমেনা উপস্থিত ছিলেন। হাজের আলি আরও জানান, আমার মোট সম্পত্তি ওয়ারেশদের মাঝে সমবন্টন করার ইচ্ছা প্রকাশ করছি। প্রতারনার বিষয়টি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে সাংবাদিকদের মাধ্যমে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের দাবী জানিয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।




Leave a Reply

Your email address will not be published.