ভুয়া লটারী বিক্রেতা চক্রের হোতা ভূয়া মেজর মেহেদী হাসান প্রিন্স অবশেষে মোবাইল বন্ধ করে চম্পট দিলেন। জানা গেছে, প্রায় বিগত এক দুই সপ্তাহ যাবত এই ভূয়া মেজর কলারোয়ায় এসে ৭/৮ ইজিবাইক ভাড়া নিয়ে চালকদের দিয়ে এলাকায় জাগো বাংলাদেশ ফাউন্ডেশনের নামে ২০ টাকা মূল্যের ভূয়া লটারী বিক্রি করতে থাকে।

এরপর রাতে ইজিবাইক চালকদের কাছ থেকে লটারী বিক্রির টাকা নিয়ে ফিরে যাচ্ছিল। যশোর সেনানিবাসে মেজর পদে কর্মরত মর্মে ভিজিটিং কার্ড প্রদান করে আস্থা অর্জন করে ইজিবাইক চালকদের লটারী বিক্রিতে নিয়োজিত করে। কিন্তু গত শুক্রবার উপজেলার সোনাবাড়িয়া বাজারে কতিপয় যুবক এই লটারী ভূয়া বলে সনাক্ত করে লটারী বিক্রেতা ইজিবাইক চালকদের আটক করে। এসময় ভূয়া মেজর মেহেদী হাসান প্রিন্স মোবাইলে সোনাবাড়িয়ার যুবকদের গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে। এতে যুবকরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় দুইটি ইজিবাইকসহ ৪জনকে কলারোয়া পুলিশে সোপর্দ করে।

সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.