কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় দরিদ্র জনগোষ্ঠীকে করোনাভাইরাসের প্রভাব থেকে দূরে রাখতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি (বিশেষ ওএমএস) শুরু করেছে সরকার। লাঙ্গলঝাড়া বাজারে সপ্তাহে তিনদিন এই চাল বিক্রি হবে। পরিচয়পত্র দেখিয়ে একজন ভোক্তা সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। এদিকে শুক্রবার সকালে লাঙ্গলঝাড়া এলাকার অসহায় ও কর্মহীন মানুষেরা যাতে সুষ্ঠুভাবে পায় সে জন্য লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ওএমএস এর চাল বিক্রয়ের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-ওএমএম ডিলার কবিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এবিষয়ে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুদ্দীন মোড়ল জানান, ১০টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে। ডিলারদের মাধ্যমে চাল বিক্রির পুরো দায়িত্ব উপজেলা প্রশাসনের। তিনি আরও বলেন, আমরা গাইডলাইন তৈরি করে দিয়েছি। সে অনুযায়ী চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে ওএমএস ডিলাররা। করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় বিশেষ ওএমএসের নীতিমালায় বলা হয়েছে, ‘করোনাভাইরাসের ফলে নিদমজুর, রিকশাচালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুর, তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়সহ অন্যান্য সকল কর্মহীন মানুষকে এর আওতায় এনে বিশেষ ওএমএস কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ভোক্তা প্রতি ৫কেজি চাল বিক্রয় করতে হবে এবং একজন ভোক্তা জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করে সপ্তাহে একবার ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। বিক্রয় কার্যক্রমে করোনাবিধি মেনে চলতে হবে।




Leave a Reply

Your email address will not be published.