সমাজের আলো : কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রকাশ্যে বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার (২৯মে) সকালে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল এর সভাপতিত্বে ২০২২-২৩ অর্থ বছরের জন্য ওই বাজেট ঘোষনা করা হয়। ১,৭৩,৮৫,৫০৪ টাকার উন্মুক্ত বাজেটের সার সংক্ষেপ পড়ে শুনান ইউপি সচিব আবুল কালাম। প্রকাশ্যে বাজেট ঘোষনা অনুষ্ঠান সহযোগীতায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা অগ্রগতি সংস্থার পক্ষে প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার রেখা, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর লতিকা রাণী ঘোষ । উপস্থিত ছিলেন-সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য নাদিরা বেগম, রহিমা খাতুন, নাজমা বেগম, সাদ্দাম হোসেন,আল আমিন,সামাজিক উদ্যাক্তা তবিবর রহমান, ইউনিয়ন আ.লীগের সভাপতি সু-প্রসাদ চৌধুরী, আসাদুল ইসলাম, আরশাদ আলী, আঃ সালাম, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ সহ সকল ইউপি সদস্য ও ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ।

