সমাজের আলো : কলারোয়ার ধানদিয়া গ্রামের এস এস সি পরীক্ষার্থী মুন্নি খাতুন অপহরণের ৫ দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সরেজমিনে মুন্নি খাতুনের মা জানান গত এক মাস ধরে নীলকণ্ঠপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে ইউপি মেম্বার রেখা খাতুন তার মালায়েশিয়া প্রবাসী ভাই সিন্টুর (৪০)সাথে মুন্নিকে বিয়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। মেয়ে লেখা পড়া করাতে চাই এমন কথা বলে ইউপি মেম্বারের প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়। গত ২৬ নভেম্বর সকালে রেখা আলমগীর মেয়েকে তার প্রবাসী ভাইয়ের সাথে বিয়ের জন্য তার বাড়িতে হুমকি প্রদান করে।
২৭ নভেম্বর সকালে মেয়ে মুন্নি খাতুন সরসকাটি বাজারে তার মামা অবসর প্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলামের বাড়িতে যা”িছল। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা আলমগীর ও তার স্ত্রী রেখা আলমগীর মুন্নিকে মোটর সাইকেলে মামার বাড়ি পৌছে দেয়ার কথা বলে তুলে নিয়ে যায়।মুন্নির মামা রফিকুল ইসলাম জানান, বোন ও বোন জামাই মনিরুজ্জামানের মাধ্যমে বিষয়টি জানাতে পেরে স্থানীয় সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তৌফিক টিপুকে অবহিত করি। ২৮ নভেম্বর রাত ১১ টার দিকে এস আই তৌকিক টিপু রেখা আলমগীরের বাড়িতে যেয়ে খোঁজ খবর নিয়ে ২৯ নভেম্বর সকাল ১০ টার দিকে মুন্নিকে তার অভিভাবকদের হাতে তুলে দেয়ার কথা বলে আসেন।
পরদিন রোখা ও আলমগীর মুন্নিকে ফেরত না দিয়ে বাড়ি থেকে সটকেট পড়ে। পরে তারা স্থানীয় প্রশাসন ও রাজনৈকিত নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধান করার জন্য দেন দরবার করে আসছে।একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মুন্নিকে উদ্ধারের জন্য তার পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানার ওসি তদন্ত’র নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন জানান মুন্নিকে তার প্রবাসী শ্যালকের সাথে বিয়ের কথা বলা বলি হচ্ছিল । মেয়ে পক্ষ বিয়ে দিতে রাজি না হওয়ায় তিনি এ নিয়ে আর গুরুত্ব দেয়নি।ইউপি সদস্য (সংরক্ষিত) রেখা আলমগীর জানান, মুন্নি দেখতে সুন্দরী হওয়ায় তার প্রবাসী ভাই সিন্টুর সাথে তার বিয়ের দেয়ার জন্য মুন্নির বাবা মাকে প্রস্তাব দেয়া হয়। তারা রাজি হয়নি। মুন্নি কোথায় আছে তা তিনি জানেন না। এক প্রশ্নের জবাবে বলেন, তার বাবা অসু’। তিনি এখন ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আমানুল্লার বাড়িতে গত ২৭ তারিখ থেকে অবস্থান করছেন।

