সমাজের আলো : সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পতাকা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালেন সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়েছে সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনি।বুধবার সকল জেলা আনসার অফিস থেকে বেলা ১১টায় পতাকা র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কামান্ডিং অফিসার মোরশেদা খানন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির সহকারী কামান্ডিং অফিসার শেখ কামরুজ্জামান, সদর উপজেলা অফিসার ওবাইদুর রহমান প্রমূখ।অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির মহাপরিচালকের নির্দেশনায় ৫০টি পতাকা ৫০মিনিট ধরে ৫৬ জন বিভিন্ন স্থানের আনসার সদস্যরা পতাকা উত্তালণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানেন।




Leave a Reply

Your email address will not be published.